‘মেয়রের কাজে উচ্ছ্বাসিত বীরাঙ্গনা শোভা রাণী দাশ’

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরের উন্নয়নে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সার্বিক কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বীরাঙ্গনা শোভা রাণী দাশ।

রোববার (১৯ জানুয়ারি) সকালে পাথরঘাটা ওয়ার্ডে কম্বল বিতরণ কর্মসূচিতে এসে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিনি বলেন, ‘মেয়র সাহেবের মতো ভালো মানুষ আমি কোনোদিন দেখি নাই। ৭১ সালে মানুষ দল বুঝে নাই। তারা চিনতো শুধু বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু মানেই আমরা বুঝতাম বাংলাদেশ। এই দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছিল। যে দেশের জন্য কাজ করে, ত্যাগ করে, তাকেই মানুষ ভালোবাসে। মেয়র সাহেব চট্টগ্রামের জন্য অনেক কিছুই করেছেন, আমি তা দেখে খুব খুশি’।

শোভারানী বলেন, পাথরঘাটা এখন অনেক উন্নত। এখানে কাউন্সিলর সাহেবের মাধ্যমে মেয়র নালা-নর্দমা, মন্দির-মসজিদের উন্নয়নে অনেক কাজ করেছেন। এই সময়ের মধ্যে পাথরঘাটায় যা হয়েছে আমার বয়সে আর কখনো তা হতে দেখি নাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে দেশব্যাপী কম্বল বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে চসিকের উদ্যোগে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এসময় মেয়র বলেন, আপনি যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমার সঙ্গে দেখা করবেন। সংকোচ করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন।

অনুষ্ঠানে পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল বালি, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কমিশনার জালাল উদ্দিন ইকবাল, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবী, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবু মো. আবসার উদ্দিন, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ বাহাদুর, পুলক খাস্তগীর, প্রাক্তন ছাত্রনেতা রফিউল হায়দার রফি প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে ৫৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন মেয়র।

পরে ওয়ার্ড এলাকার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এলাকার প্রায় ১ হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিলর মো. ইসমাইল বালি, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, আওয়ামী লীগ নেতা স্বপন কুমার মজুমদার প্রমুখ। এসময় নোটন পাল, হাজী নাছির আহমদ, মঞ্জুর আলম, জাহাঙ্গীর আলম, শাহেদ হোসেন টিটু, মো. সালাউদ্দিন, অছিউর রহমান, অনিন্দ্য দেবসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।