মুন্সীগঞ্জে নতুন ১৫ জনসহ ৮৫জন হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক


করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মুন্সীগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টা নতুন ১৫ জনসহ এখন পর্যন্ত বিদেশফেরত ৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এর মধ্যে সদর উপজেলায় ২১ জন, গজারিয়া উপজেলায় ৮জন , টংগিবাড়ী উপজেলায় ২২ জন, সিরাজদিখান উপজেলায় ১৬ জন, শ্রীনগর উপজেলায় ১০ জন এবং লৌহজং উপজেলায় ৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। জেলা স্বাস্থ্য কর্মকর্তারা পর্যবেক্ষণে রেখে তাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন।


বুধবার (১৮মার্চ) দুপুরে মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ দৈনিক অধিকারকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় ৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের চিকিৎসকগণ নিয়মিত বাড়ি-বাড়ি গিয়ে তাদের খোঁজ-খবর নিচ্ছেন। পাশাপাশি নিদিষ্ট সময় পর্যন্ত তাদের বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।


সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ আরো জানান, এ বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷
উল্লেখ্য, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শুধু বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। গতকাল পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা রোগীর সংখ্যা ছিল ৭০ জন।


এমডি/এমএইচ/ বাংলাবার্তা