বিশেষ প্রতিনিধিঃ
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহেশখালী জাগ্রত ছাত্র সমাজের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এটি হতে দিলো না সংঘবদ্ধ দালালেরা। এতে করে মহেশখালী দালালদের হাতেই জিম্মি রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাগ্রত ছাত্র সমাজের আহ্বায়ক ফজলে আজিম মোহাস্মদ সিবগাতুল্লাহ বলেন, আইনী বাধা ও সুবিধাভোগী দালালদের চক্রান্তের কারণে আমাদের আজকের শান্তিপূর্ণ মহাসমাবেশ অনুষ্ঠিত হতে পারছে না। মহেশখালী জাগ্রত ছাত্রসমাজ জনগণকে সাথে নিয়ে অধিকার আদায়ের লড়াইয়ে আবারো হোঁচট খেলো। জনগণ জানে কারা আমাদের এই সংগ্রামে বাধা দিচ্ছে, কারা পিছনে থেকে কলকাঠি নাড়ছে, আর কারা ফেসবুকে নেতিবাচক লেখালেখি করে জনগণ ও প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানিয়ে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা আজকের প্রোগ্রাম স্থগিত ঘোষণা করছি। পরবর্তীতে সবকিছু সামাল দিয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সোচ্চার থাকুন অন্যায়-অনিয়মের বিরুদ্ধে।
জন্মভূমির মানুষের অধিকার রক্ষায় আমাদের এই সংগ্রাম চলবেই, চলবে।