আন্তর্জাতিক ডেস্ক
মহামারী করোনা ভাইরাসের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। বুধবারই দেশটিতে মৃত্যু হয়েছে ১৭৮১ জনের। আর এই সময়ে আক্রান্ত হয়েছে আরও ২৫ হাজার ৯৬৫ জন।
এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৪ লাখ ২৬ হাজার ৩০০ জন। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬২২ জনের।
এদিনের সসমীক্ষায় বিভিন্ন শহরে মৃত্যুর মিছিল দেখা যায়। জানা গেছে, বুধবার শুধু নিউইয়র্ক শহরেই মারা গেছে ৭৭৯ জন। নতুন আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩৩২ জন। একইদিনে নিউজার্সিতে মারা গেছে ২৭২ জন, আক্রান্ত হয়েছে ৩ হাজার ২১ জন। মিশিগানে মারা গেছে ১১৪ জন, আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭৬ জন। ক্যালিফোর্নিয়ায় মৃত্যু হয়েছে ৫১ জনের, আরও ১ হাজার ৭৫ জন আক্রান্ত হয়েছে। লুসিয়ানায় মারা গেছে ৭০ জন, আক্রান্ত হয়েছে ৭৪৬।
এছাড়া ম্যাসাচুসেটসে মৃত্যু হয়েছে ৭৭ জনের, আক্রান্ত ১ হাজার ৫৮৮ জন। পেনসিলভেনিয়ায় মৃত্যু হয়েছে ৬০ জনের, আক্রান্ত ১ হাজার ২৯৪। ফ্লোরিডায় মৃত্যু হয়েছে ২৭ জনের, আক্রান্ত হয়েছে ৯৫১ জন। ইলিনয়িসে মারা গেছে ৮২ জন, আক্রান্ত ১ হাজার ৫২৯ এবং জর্জিয়ায় মৃত্যু হয়েছে ১৪ জনের, আর আক্রান্ত হয়েছে ৭৪৫ জন।
এদিকে, প্রাণঘাতী এই করোনাভাইরাসে ইতোমধ্যে ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭ হাজার জন। মৃত্যু হয়েছে ৮৮ হাজারেরও বেশি মানুষের।
এফএস/ এমএইচ/বাংলাবার্তা