চবি প্রতিনিধি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকীর ক্ষণগননা শুরু হওয়াতে ফানুশ উড়িয়ে স্বাগত জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে মোমবাতি প্রজ্বলন, ফানুশ ও আতশবাজি উড়িয়ে স্বাগত জানায় শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সংগঠন ‘আর.এস’ এর নেতাকর্মীরা।
এই আয়োজনে উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার, ছাত্রলীগ নেতা অনুপম রুদ্র, শাওন চৌধুরী, মনিরুল সোহাগ, মারুফ, আশিক, ছাত্রলীগ নেত্রী জাহেদা আক্তার টুম্পা সহ অসংখ্য নেতাকর্মী।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার বলেন, আজ ১০ই জানুয়ারি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ পত্যাবর্তন দিবস। আজ থেকে শুরু হয়েছে জাতিরজনকের জন্মশতবার্ষিকীর ক্ষনগণনা। যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উদ্বোধন করেছেন। স্বরণীয় দিনটির স্বাক্ষী হতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এটা মাত্র শুরু, সারা বছর নানা বর্নিল আয়োজনের মাধ্যমে আমারা রাজনীতির মহানায়কের জন্মশতবার্ষিকী উদযাপন করবো ইনশাআল্লাহ।