প্রশাসনিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করলো ইসলামী বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস প্রতিবেদক

করোনা সতর্কতায় ইসলামী বিশ্ববিদ্যালেয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধের পর এবার বন্ধ হলো প্রশাসনিক কার্যক্রম।

রবিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস-বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ২২ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে প্রশাসনিক কার্যক্রম। তবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রসহ জরুরি সেবাসমূহ চালু থাকবে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালেয়ের সিন্ডিকেটের ১৪৯ (ক) তম জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

জানা যায়, করোনা সতর্কতায় গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং আবাসিক হল বন্ধ করার নোটিস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নোটিসে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্যাম্পাস বন্ধের ঘোষণ দেয়। পরবর্তীতে গত ১৯ মার্চ ক্যাম্পাসে দর্শনার্থী ও বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করে কর্তৃপক্ষ। ছুটির দিনগুলো বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ নিজ নিজ অবস্থানে থেকে কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করবেন। তবে ক্যাম্পাসে নিরাপত্তার কাজে নিয়োজিত সব কর্মচারীকে যথারীতি দ্বায়িত্ব পালন করতে হবে।

এমডি/এমএইচ/বাংলাবার্তা