ক্যাম্পাস প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন “অঙ্গন” এর তিন দশক পূর্তি উৎসব।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এ মহাযজ্ঞের দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয় বিকেল ৪ টায় অঙ্গনের সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। প্রথম দিনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় সম্পন্ন হয়।
সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানবিক সমাজ গঠনের দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে অঙ্গন এবার আয়োজন করে তিন দশক পূর্তির বর্ণাঢ্য উৎসব।
অঙ্গনের তিনদশক পূর্তির সাংস্কৃতিক পর্বে ছিল সংগীত, নৃত্য,আবৃত্তি বিভাগের পরিবেশনা এবং সর্বশেষ পরিবেশনা হিসেবে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে মঞ্চস্থ হয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও অঙ্গনের সভাপতি ড. রহমান নাসির উদ্দিন রচিত সমাজের তৃতীয় লিঙ্গের জীবন চলার পথের নানা ঘাত-প্রতিঘাত নিয়ে নির্মিত নাটক “না-মরদের কাব্য”।
অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুব আলম, কবি সাংবাদিক ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী এবং অঙ্গনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা।
এমডি/ এমএইচ/ বাংলাবার্তা