বাংলাবার্তা ডেস্কঃ
চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ থানাগুলোর মধ্যে কোতোয়ালী থানা অন্যতম। এ থানার আওতাধীন অপরাধ চক্রগুলোর চোখে যেন ঘুম নেই। একটু তন্দ্রা আসলেও হঠাৎ চমকে উঠেন ওসি মহসিনের ভয়ে। যে কোন অপরাধেই আটক হচ্ছেন ওসি মহসিনের জালে। সম্প্রতি ধরা আটক হয়েছেন মন্না নামের দুই প্রতারক চক্র।
প্রতারক চক্রের দুইজনেরই নাম একই। নাম তাদের মুন্না। বয়সও কাছাকাছি। বাড়িও পাশাপাশি। পেশাও বেচে নিয়েছেন এক। ছিনতাই। তাদের রয়েছে এক চক্র প্রতারণা চক্র। তাদের একজন টার্গেট করেন কোন এক গাড়ি চালককে। পরে যেকোন অজুহাতে ঝগড়া বাঁধিয়ে দেয়। এরপর অস্ত্রের মুখে কিংবা অপবাদ দিয়ে তার সর্বস্ব লুটে নেয়।
জানা যায়, প্রতারণার এ কৌশলে তারা মঙ্গলবার জিম্মি করে নাফিসকে। পরে তার কাছে ৫ হাজার টাকা দাবি করে। সে কৌশলে জানালে তাকে উদ্ধার এবং দুই মুন্না কে গ্রেফতার করে টিম কোতোয়ালী।
কোতোয়ালী থানার ওসি মুহাম্মদ মহসিন বলেন, আপনাদের সকলের সহযোগিতায় এসব অপরাধীদের সনাক্ত করতে আমরা সক্ষম হই। আপনারা আস্থা রাখুন পুলিশে।