নিউজ ডেস্ক:
এবছর আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ ২৯ মার্চ। যার ফাইনাল হবে ২৪ মে। যদিও পুরো সূচি এখনও ঠিক হয়নি। অবশ্য আইপিএল শুরুর দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে সম্ভাব্য তারিখের সঙ্গে এবারের সংস্করণে থাকছে ভিন্নতা। আগের মতো প্রতিদিন দুটি ম্যাচের জায়গায় এবার হবে মাত্র একটি করে ম্যাচ। ৫৭ দিনের এই টুর্নামেন্ট আগে হতো ৪৫ দিনে।
জানা গেছে, সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টারের কাছে মাথা নত করেই এবার দিনে একটি করে ম্যাচ রেখেছে বিসিসিআই। নতুন সময় অনুসারে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ৭টায়। আগে শুরু হতো স্থানীয় সময় রাত ৮টায়। এর আগে দেরি করে ম্যাচ শেষ হওয়ার বিষয়টি ভাবিয়েছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে বিসিসিআইকেও।
একই সঙ্গে টিআরপিও যে বিষয়টি ভাবিয়েছে তেমনটি বলছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা, ‘ টিআরপি একটি বড় ইস্যু এটা নিশ্চিত। কিন্তু সেটাই শুধু একমাত্র কারণ নয়, গত মৌসুমের ম্যাচগুলো কত দেরিতে শেষ হয়েছে। যারা মাঠে এসেছিলো রাতে তাদের বাড়ি ফিরতেও সমস্যা হয়েছে। অবশ্য এ বিষয়টি আলোচনার মধ্যে থাকলেও মনে হচ্ছে এবার থেকে ম্যাচ সাড়ে ৭ টাতেই শুরু হবে।’
ফ্র্যাঞ্চাইজিরা অবশ্য এমনটি মেনে নিতে পারছেন না। তারা মনে করেন কাজের সময় দর্শকদের আসাটা প্রায় অসম্ভব। ফ্র্যাঞ্চাইজির এক কর্তার বক্তব্য, ‘আপনি যদি মেট্রো শহরের বাসিন্দা হন, তাহলে দিল্লি, মুম্বাই অথবা বেঙ্গালুরুর মতো জায়গায় কীরকম যানজট হয় ভালো করেই জানেন। আপনারা কি মনে করেন দর্শকদের অফিস থেকে ৬টায় বের হওয়া সম্ভব? এরপর পরিবার নিয়ে মাঠে আসতে পারবে ম্যাচের শুরুতে? সময় পরিবর্তন করতে গেলে এসব বিষয় অবশ্যই ভাবনায় রাখতে হবে।’