ছড়া; মেঘ পালিয়ে দূরে



শাহজাহান মোহাম্মদ

পৌষ কাটিয়ে মাঘ এলো
মেঘ পালিয়ে দূরে
সূর্য লুকায় কুয়াশামুড়ে
চন্দ্র গায় সুরে।

পথশিশু গরিব দুঃখী
বস্ত্র ছাড়াই ঘোরে
রাতের তারা লুকিয়ে আছে
মায়ের আঁচল জুড়ে।