চবি সাংস্কৃতিক জোটের পিঠা উৎসব ২৬ জানুয়ারি

চবি প্রতিনিধিঃ

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সাথে তরুণ প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে এবং বাঙালি চেতনায় উদ্বুদ্ধ করতে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট’ গত বছরের ন্যায় এবারও আয়োজন করতে যাচ্ছে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আগামী (২৬ জানুয়ারি) রবিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে এই জমকালো পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজকসূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি জোটের এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উৎসব বাস্তবায়নের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক হিসেবে মাসুম বিল্লাহ(আবৃত্তি মঞ্চ), সমন্বয়ক শারমিন মুস্তারি নাজু (অঙ্গন), সদস্য সচিব, রুবাইয়া রাখি (প্রথম আলো বন্ধুসভা), রায়হান সুমন (লোকজ সাংস্কৃতিক সংগঠন)
এবং শম্পা বড়ুয়া (উত্তরায়ণ) রয়েছেন।

এবারের উৎসবে অংশ নিচ্ছে জোটভুক্ত পাঁচটি সাংস্কৃতিক সংগঠন, যথাক্রমে, অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, লোকজ সাংস্কৃতিক সংগঠন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, প্রথম আলো বন্ধু সভা, চবি এবং উত্তরায়ণ সাহিত্য সংস্কৃতি পরিষদ, চবি।

এই ব্যাপারে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সহ সভাপতি এবং সাংস্কৃতিক জোটের সদস্য রায়হান সুমন জানান, আবহমান গ্রামবাংলার ঐতিহ্য হচ্ছে পিঠা, এই ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এবং ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের হরেকরকম পিঠার স্বাদ অাস্বাদন করার সুযোগ করে দেয়ার লক্ষ্যে গত দুই বছরের ধারাবাহিকতায় এবারো আমরা এই শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছি।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে সাংস্কৃতিক জোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিঠা উৎসবের আয়োজন করে যাচ্ছে। এটি তাদের ৩য় পিঠা উৎসব।