চবির আবাসিক হলে হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে করোনা সংক্রমণের আশঙ্কায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এজন্য চারটি হাসপাতালের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হলও নির্ধারণ করা হয়েছে।


চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানিয়েছেন চবির নবনির্মিত শেখ ফজিলাতুন্নেছা হলটি হবে কোয়ারেন্টাইন সেন্টার।


মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।


ইলিয়াস হোসেন বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে বিদেশ ফেরত ৪০-৫০ জনকে সাজা প্রদান করা হয়েছে। তবুও তারা হোম কোয়ারেন্টাইন মানছেন না। এজন্য তাদের হোম কোয়ারিন্টাইনে রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সশস্ত্রবাহিনী স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে।


তিনি বলেন, এছাড়াও করোনা আক্রান্তের লক্ষণ পাওয়া গেলে রোগীকে আইসোলেশনে নেওয়ার পাশাপাশি তার পরিবারকে কোয়ারেন্টাইনে নিতে হবে। আর যারা হোম কোয়ারেন্টাইন মানবে না, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হবে।


এফএস/ এমএইচ/ বাংলাবার্তা