চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বাংলার মুখ’ জননেত্রী শেখ হাসিনা হল শাখা কর্তৃক আয়োজিত বিজয় বীরদের স্মরণে দেয়ালিকা প্রদর্শনের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সিরাজ উদ দৌলা, প্রক্টর এস এম মনিরুল হাসানসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ হেলাল উদ্দীন, সিনিয়র হাউস টিউটর মো শহীদুল হক, হাউজ টিউটর সুলতানা সুকন্যা বাশার, জুয়েল দাস, আমিনা সাবরিন, মনোবিজ্ঞান বিভাগের লেকচারার নাজনীন আকতার সুরভী। এ সময় আরো উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল টিপু, সাবেক শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক আমির সোহেল।
শেখ হাসিনা হল শাখা বাংলার মুখের নেত্রী জান্নাতুল নাঈমার আয়োজনে সাথে ছিলেন, জুই, ফাতেমা, চন্দ্রিমা, সুষ্মিতা, আনিকা,শারমিন, দোলা, জ্যুতি, নোবা,দিনা।
বাংলার মুখ নেত্রী নাঈম বলেন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বিজয় দিবসের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার জন্য, তাদের মাঝে চেতনা জাগ্রতকরণের প্রয়াসে আমাদের এই আয়োজন। ছাত্রলীগ থেকে জাতীয় দিবস গুলো আমাদের এই ধারা অব্যাহত থাকবে।
এই বিষয়ে শেখ হাসিনা হলের হাউজ টিউটর সুকন্যা বাশার বলেন, জননেত্রী শেখ হাসিনা হলে এমন গঠনমূলক কাজের উদ্যোগ নেওয়ায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে এই উদ্যোগ হলের আবাসিক ছাত্রীদের প্রগতিশীল মননের বহিঃপ্রকাশ ঘটবে। জাতীয় দিবসগুলোতে এমন আরো সাংগঠনিক কাজ হওয়া দরকার।