চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত ১৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা এলাকায় লবণ বোঝাই ট্রাকের সাথে ছাড়পোকা (ম্যাজিক গাড়ীর) মুখোমুখি সংঘর্ষে ম্যাজিক গাড়ীর চালকসহ ১৩জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫জন যাত্রী।

আহতদেরকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, কর্তৃব্যরত চিকিৎসক তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠান। ২১মার্চ রাত সাড়ে ৯টার দিকে ঘটে এ দূর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, লবণ বোঝাই একটি ট্রাক গাড়ী (নং ঢাকা মেট্টো ট-২২-৩৯৪৮) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতির জাইল্যার ঢালায় (জাঙ্গালিয়া) এলাকা অতিক্রম করার সময় লোহাগাড়া থেকে চালকসহ ১৬জন যাত্রী নিয়ে চকরিয়া মুখি ছাড়পোকা (ম্যাজিক) গাড়ীর সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি দূর্ঘটনায় পতিত হয়।

এসময় ঘটনাস্থলেই ছাড়পোকা গাড়ীটি দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ ১৩জন যাত্রী নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫জন। নিহতদের মধ্যে একজন আজিজ নগর কৃষি ব্যাংকের কর্মকর্তা এবং আরেকজন লোহাগাড়ার সিনিয়র সাংবাদিক কাইছার হামিদের ভাই মো: জসিম উদ্দিন রয়েছে। তিনি চকরিয়ার কোরবানিয়া ঘোনা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে। দূর্ঘটনায় অন্যান্য হতাহতের এখনো পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন মাহমুদ জানান, দূর্ঘটনার স্থানটিতে (জাঙ্গালিয়া) প্রতিনিয়ত দূর্ঘটনা হয়ে আসছে। অপরদিকে সড়কে লবণ বোঝাই গাড়ী চলাচলের কারণেও দূর্ঘটনার শিকার হতে হচ্ছে। ছাড়পোকা গাড়ীর চালকরা গাড়ী চালানোর উচ্চতর ট্রেনিংপ্রাপ্ত না হওয়ায় এসব দূর্ঘটনায় অসংখ্য মানুষকে অকালে প্রাণ দিতে হচ্ছে। তিনি দূর্ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান। নিহতদের দোহাজারী হাইওয়ে থানা পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এমডি/এমএইচ/বাংলাবার্তা