রিয়াজ হায়দার চৌধুরী
কুয়াশার ভীড়ে উবে যায়
গরীবের ধন,
বিত্তবান কয়-
‘আকাশটা এমন
যাতে আছে আমারই মন’ ।
এ কোন পরিহাস !
তেনাদের বিত্ত কাড়ে
গরীবের মন
শীতের রাত লুটে কিংবা
ঘুম ভাঙ্গা সকাল যখন ।
সমস্ত কেড়ে নেয় ধনী
গরীবের শুধুই প্রকৃতিখানা
কিংবা কুয়াশার বাড়ি
তাতেও ক্যামেরার ক্লিক
চিত্তটাও নেয় কাড়ি !
মেঘ যায় ওড়ে কুয়াশার ভীড়ে
কুয়াশা দেয় না আড়ি
তবু সাধের সকালে
তেনাদের স্বাদ কাড়ে
গরীবি সম্ভ্রম,
কুয়াশা কিংবা একমাত্র শাড়ি !
রচনাকাল : ০৯:০০)১৫/০২/২০২০