করোনা ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২৫৯ জন। এছাড়া মোট আক্রান্তের সংখ্যাও দাঁড়িয়েছে ১১ হাজার ৭৯১ জন।
শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ১ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
চীনের হুবেই প্রদেশের উহান সিটিতে সর্বাধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে এ রোগের চিকিৎসায়।
স্পেন, যুক্তরাজ্যসহ বিশ্বের প্রায় ২০টি দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
করোনা ভাইরাস মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় ‘হু’র মহাপরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।