করোনা; ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে আক্রান্ত ব্রাজিল প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

করেনা ভাইরাসকে নিয়ে সম্প্রতি ঠাট্টাকারী ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো এবার আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।

শুক্রবার (১৩ মার্চ) ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জাইর বলসোনারো। বৈঠকের পর নৈশভোজের অনুষ্ঠানে ট্রাম্প ও বলসোনারো বসেছিলেন পাশাপাশি। যুক্তরাষ্ট্র সফর শেষে ব্রাজিলে ফেরার পর থেকেই বলসোনারো অসুস্থ বোধ করছিলেন। 

যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলে ফেরার পর প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ও যোগাযোগ প্রধান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ফলে তাকেও পরীক্ষা করা হয়েছিল। শুক্রবার (১৩ মার্চ) তিনি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় ছিলেন। এরইমধ্যে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম প্রেসিডেন্টের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেন।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ হাজার ১২০ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬৩৭ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭৩৩ জন।

এমএইচ/বাংলাবার্তা