আন্তর্জাতিক ডেস্কঃ
মরণঘাতী করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় মাত্র ৪৮ ঘন্টায় হাসপাতাল বানিয়ে বিশ্ব জুড়ে সাড়া ফেলে দিয়েছে চীন। এবার তারই ধারাবাহিকতায় আরো দুইটি হাসপাতালের নির্মান কাজ শুরু করেছে তারা।
৩০ জানুয়ারি হাসপাতাল দুটির কাজ শুরু হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকেই এই হাসপাতাল দুটিতে চিকিৎসা সেবা দেওয়া শুরু হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চীনে এই ভাইরাসে ইতোমধ্যে ২১৩ জন হারিয়েছেন। আক্রান্ত হয়েছে ৭ হাজারেরও বেশি মানুষ।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপালসহ বিশ্বের ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে।
শুধু তা-ই নয়, মরণঘাতী এই ভাইরাসের জেরে বিশ্বব্যাপী জরুরি অবস্থাও জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।