নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিপোবনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬৫ জন রিক্সাওয়ালকে ত্রাণ বিতরণ করলো চবি ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এবং সাধারন সম্পাদক ইকবাল হোসেন টিপু এই ত্রাণ বিতরণ করেন।
এই বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন আমরা আমাদের সাধ্যমতো মানুষের সহযোগিতার চেষ্টা করছি। এই সময় সবাইকে সহনশীলত থেকে পরিস্হিতি মোকাবেলা করতে হবে। সবাই যেনো গ্রুপিং বাদ দিয়ে আল্লাহ’র নিকট প্রার্থনা করে এবং একে অন্যকে সহযোগিতা করেন।
সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, মানুষ মানুষের জন্য, আমরা বঙ্গবন্ধুর থেকে শিক্ষা পেয়েছি, কিভাবে দুর্দিনে মানুষের পাশে দাড়াতে হয়। আমরা ছাত্রলীগ বাঙ্গালীর জন্য, আমরা ছাত্রলীগ বাংলাদেশের জন্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল মালেক, সুমন নাসির, সাইদুল ইসলাম সাঈদ,রানা খান, সাদ্দাম,আলতাফ হোসেন, সুজয় বড়ুয়া,ওসমান মিয়া এবং সৌমেন সহ প্রমুখ।
এমএইচ/ বাংলাবার্তা