কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে বাবার দোকানে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক স্কুল ছাত্র। এ নিয়ে পুরো এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
বুধবার রাত ১২টার দিকে উপজেলার নৈরপাড় টাওয়ার সংলগ্ন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম কামড্যা শহীদ আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
সূত্রে জানায়, বুধবার রাত ১২টার দিকে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নৈরপাড় টাওয়ার সংলগ্ন বাজারে রামচন্দ্রপুর গ্রামের মুরাদের মালিকানাধীন আলম ষ্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ব্যবসা প্রতিষ্ঠানের কাজে ব্যস্ত তার ছেলে স্কুল ছাত্র নাঈমুল হাসান (১৫)।
অগ্নিকান্ডের সময় অনেকে বের হয়ে যেতে পারলেও নাঈম আটকা পড়ে যায়। পরে সে আগুনে পুড়ে মারা যায়। মুহুর্তের মধ্যে বাজারে আগুনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থল গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা।