জুয়া খেলতে নিষেধ করায় কলেজ ছাত্রকে মারধর

নিজস্ব প্রতিবেদকঃ


জমায়েত হয়ে জুয়া খেলতে নিষেধ করায় কলেজ ছাত্রকে মারধর করেছে চার জন জুয়াড়ি। জুয়াড়িরা হল পিচ্ছি রহিম (২৮), পল্টু (২৭) নুরা (২৫) এবং মানিক (২৩)।


মঙ্গলবার সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরের নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, জমায়েত হওয়া নিষেধ ঘোষণা হলেও উড়িরচরের নদীর পাড়ে জুয়া খেলছিল একদল জুয়াড়ি। তাদেরকে জুয়া খেলতে নিষেধ করে চট্টগ্রাম ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী রবিউল আলম। এতে জুয়াড়িরা ক্ষুব্ধ হয়ে এলোপাতাড়ে মারতে থাকে তাকে। ফলে ভুক্তভোগী রবিউলের শরীর রক্তাক্ত হয়ে।


এদিকে স্থানীয়দের মতে অভিযুক্ত জুয়াড়িরা মাদক সেবনের সাথেও জড়িত।
উড়িরচর পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক আতিকুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। ওদের নামে আগে থেকেও কিছু অভিযোগ আছে। আমরা দ্রুত ব্যবস্থা নিব।

এমএম/ এমএইচ/বাংলাবার্তা